Himalayan Yogi Lokenath Baba

Sri Lokenath Baba

প্রার্থনা সঙ্গীতঃ-

১। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী, তুমিই বেদান্তবেদ্য, বহুরূপধারী অসঙ্গ-চৈতন্য, তোমা নমস্কার করি, আমরা তোমার, বাবা! তুমি আমাদেরী।

২। তুমি সত্য সনাতন জয় বাবা জয়, তুমি নিত্যনিরঞ্জন জয় বাবা জয়, তমি সর্বশক্তিমার জয় বাবা জয়, জীবরূপী শিব বাবা। দেও পদাশ্রয়।

৩। আমাদের পিতা তুমি, জয় বাবা জয়,আমাদের মাতা তুমি, জয় বাবা জয়, আমাদের সখা তুমি,জয় বাবা জয়, চিরন্তন বন্ধু তুমি চিদানন্দময়।

৪। প্রাণ হ‘তে প্রিয় তুমি জয় বাবা জয়,পুত্র হ‘তে প্রিয় তুমি জয় বাবা জয়, বিত্ত হ‘তে প্রিয় তুমি জয় বাবা জয়, সর্বভূত-আত্মা তুমি, আছ সর্বময়।

৫। চিরকাল আছ তুমি,জয় বাবা জয়, চিরকাল ছিলে তুমি, জয় বাবা জয়, চিরকাল রবে তুমি জয় বাবা জয়, হে চিরসুন্দর! তুমি চিদানন্দময়।

৬। তুমি বাবা ক্ষমাসার, জয় বাবা জয়, বাৎসল্যের পারাবার, জয় বাবা জয়, করুণা-বরুণালয়, জয় বাবা জয়, ভক্তবাঞ্ছা-কল্পতরু, চাই পদাশ্রয়।

৭। তুমি বাবা জ্ঞান দাতা, জয় বাবা জয়, পাপী,তাপী পরিত্রাতা, জয় বাবা জয়, বিপদে অভয় দাতা, জয় বাবা জয়, রোগে শোকে শান্তিদাতা বাবা শান্তিময়।

৮। পতিতপাবন তুমি, জয় বাবা জয়, দুর্বলের বল তুমি, জয় বাবা জয়, দুর্বলের বল তুমি, জয় বাবা জয়, অনাথের নাথ তুমি জয় বাবা জয়,অগতির গতি বাবা দেও পদাশ্রয়।

৯। সৃষ্টি-স্থিতি-লয়কারী, জয় বাবা জয়, ব্যাথিতের ব্যাথাহারী, জয় বাবা জয়,। ভবপারের কাÐারী, জয় বাবা জয়, গতি, ভর্তা,প্রভু, সাক্ষী হও হে সদয়।

১০। সসীম, অসীম তুমি জয় বাবা জয়, সগুণ নির্গুণ তুমি জয় বাবা জয়, দ্রষ্টা তুমি দৃশ্য তুমি, জয় বাবা জয়, ভবরোগ-বৈদ্য বাবা ! কর নিরাময়।

১১। সজ্জনপালক তুমি, জয় বাবা জয়, দুর্জননশক তুমি, জয় বাবা জয়, তুমি বাবা অন্তর্যামী, জয় বাবা জয়, তুমিই অচিন-পাখী, অজ্ঞেয় অদ্বয়।

১২। ভাবাতীত তুমি বাবা, জয় বাবা জয়, গুণাতীত তুমি বাবা জয় বাবা জয়, অন্তরে বাহিরে তুমি, জয় বাবা জয়, তুমি এক অদ্বিতীয় চিদানন্দময়।

১৩। ভুবন মঙ্গল নাম, জয় বাবা জয়, নাম সনে নামী রয়, করে তাঁর বরাভয়, সচ্চিদানন্দ বাবা, আমরা তনয়, বাবার প্রীতির তরে, বল বাবা জয়, বাহু তুলে সবে বল, জয় বাবা জয়, নাচিতে নাচিতে বল, জয় বাবা জয়, হাসিতে,কাঁদিতে বল, জয় বাবা জয়, ব্রহ্মের সন্তান মোরা, বাবা ব্রহ্মময়।

১৪। পতিতপাবন-নাম, জয় বাবা জয়, নাম সনে নামী রয় করে তাঁর বরাভয়, অনাথশরণ বাবা সবার আশ্রয় জীবরূপী-শিব বাবা আমার তনয়। উদয়াস্তকালে বল, জয় বাবা জয়, নিশীথে নীরবে বল, জয় বাবা জয়, সম্পদে বিপদে বল, জয় বাবা জয়, আমরা বাবার মত অমৃত অভয়।

১৫। অধমতারক নাম, জয় বাবা জয়, নাম সনে নামী রয়, করে তাঁর বরাভয়, সচ্চিদানন্দ বাবা আমরা তনয়, জীবে-শিবে ভেদভাব অজ্ঞানে উদয়ে। শ্রদ্ধাসহ সদা বল, জয় বাবা জয়, মনে,বনে, কোণে বল, জয় বাবা জয়, আকাশে বাতাসে বল, জয় বাবা জয়, ঘটাকাশ মহাকাশ একাকাশ হয়।

১৬। পরম সুখদ-নাম, জয় বাবা জয় নাম সনে নামী রয়, করে তাঁর বরাভয় সত্য পথে দুঃখ-কষ্ট, সে ত দুঃখ নয়, শীরে পরেই হয় বসন্ত উদয়। হাততালি দিয়ে বল, জয় বাবা জয়, খোল-করতালে বল, জয় বাবা জয়, ক্ষুধায়-তৃষ্ণায় বল, জয় বাবা জয়, ক্ষুধা তৃষ্ণা দূরে যাবে, নাম মধুময়।

১৭। কলির কলুষহারী জয় বাবা জয়, নাম সনে নামী রয়, করে তাঁর বরাভয়, আমাদের বাবা হ‘ন চিদানন্দময়, অমরা নন্দন তাঁর নিত্য-নিরাময়। ধনের গৌরব ত্যজি, বল বাবা জয়, মানের গৌরব ত্যজি, বল বাবা জয়, জাতি-বর্ণভেদ ভুলি, বল বাবা জয়, আমাদের বাবা হল শিব মৃত্যুঞ্জয়।

১৮। সর্বভাব প্রপূরক জয় বাবা জয়, নাম সনে নামী রয়, করে তাঁর বরাভয়, ভক্তবাঞ্ছা কল্পতরু বাবা যে অদ্বয়, বাবার কৃপায় হয় অজ্ঞানবিলয়। ইন্দ্রিয় সংযত রবে বল বাবা জয়, মনুষ্যত্ব ফিরে পাবে বল বাবা জয়, যম ভয় দূরে যাবে বল বাবা জয়, “জীবে-শিবে ভেদভাব” মায়া অভিনয়।

শ্রীমৎ স্বামী শিবানন্দ ব্রহ্মচারী
জগদম্বা তপোবন আশ্রম, বারদী নারায়ণগঞ্জ,ঢাকা বাংলাদেশ,
১-৩-১৯

Leave a Reply